English Grammar Article-এর ক্ষেত্রে প্রয়োজনীয় 6 টি নিয়ম সম্পর্কে জেনে নিন।

https://kothalekha.blogspot.com/2021/01/English-Grammar-Article-6-Tips.html


যে শব্দগুলো Noun এর পূর্বে বসে Noun এর নির্দিষ্টতা/অনির্দিষ্টতা প্রকাশ করে বা Noun এর সংখ্যা প্রকাশ করে বা Noun এর ব্যবহারকে নির্ভুলভাবে বর্ণনা করে তাদেরকে Article বলে।

Wren & Martin-এর মতেঃ A, An, The হলো Adjective। কিন্তু এই word তিনটির ব্যবহার এত বেশি যে এরা আলাদা নামের অপেক্ষা রাখে। তাই এদের নাম দেওয়া হয়েছে Article।

যেখানে প্রয়োজন সেখানে সঠিক Article বসাতে হবে। যেসব স্থানে Article প্রয়োজন হবে না, সেখানে (×) চিহ্নটি বসাতে হবে।

A, An, The -এর অর্থ নিম্নরূপঃ

A= একটি

An= একটি

The= টা, টি, খানা, খানি (যেমনঃ কলমটি = The pen)


এখন কোনটা কখন বসাতে হবে সে সম্পর্কে ৬ টি নিয়ম জেনে নিই...


#1. Noun/Pronoun যদি Singular হয় তখন a/an বসে। শূন্যস্থান এর পরের শব্দটির প্রথম অক্ষর যদি Vowel (a, e, i, o, u) হয়, তাহলে an বসে এবং যদি Consonant হয় তাহলে a বসে।

For Example:

I have bought ....... car for my parents.

Answer: A বসবে। কারণ এখানে Car হলো Singular এবং প্রথম অক্ষরটি Consonant তাই A বসবে।


#2. Noun/Pronoun যদি Plural হয় তখন The বসে।

For Example: 

....... students want to go to a tour.

Answer: The বসবে। কারণ এখানে Students হলো Plural, তাই The বসবে।


#3. .......noun + of থাকলে The বসে।

For Example:

....... scenery of Cox's Bazar is very charming.

Answer: The বসবে। কারন এখানে Scenery এর পরে of আছে, তাই The বসবে।


#4. Adjective এবং Noun এর মাঝখানে কখনো Article বসে না অর্থাৎ (×) বসে। তবে এগুলোর আগে A/An বসতে পারে।

For Example:

Alam Hasan is ....... beautiful ....... boy.

Answer: A এবং x বসবে। কারণ এখানে Beautiful হলো Adjective এবং boy হলো noun, তাই এর মাঝখানে x বসেছে এবং beautiful এর আগে a বসেছে।


#5. Possessive Pronoun (my, our, your, his, her, their, its) এগুলোর পরে এবং আগে কখনো Article বসে না।

For Example:

This is ....... their house.

Answer: x বসবে। কারণ নিয়ম অনুসারে their আগে x বসে।


#6. Preposition এর আগে অধিকাংশ ক্ষেত্রেই The বসে, তবে কিছু কিছু ক্ষেত্রে A/An অথবা (×) ও বসতে পারে।


Powered by Blogger.