Don't blame your luck || ভাগ্যের দোষ দিতে নেই

https://kothalekha.blogspot.com/2021/09/Dont-blame-your-Luck.html


Don't blame your luck:


The word luck is like a very good friend. Whenever we need it, luck comes running to help us.

How?

Suppose we did a bad test.

Why? To say there was no destiny.

We didn't get a job. Why? Say it was not written on the forehead.

We failed or stumbled upon something. Why? To say there was no destiny.

So whenever we fail or stumble even a little bit in a task, we call that very good friend, and that very good friend is luck and destiny comes running to save us. To take our guilt on his own shoulders and our guilt for life but we have imposed it on luck. So at some point in the future, if we take the help of luck. Then it is necessary to remember -

"The fault is not actually luck, the fault is their own".


[>>]

ভাগ্য শব্দটা একটা খুব ভাল বন্ধুর মত। আমাদের যখনি দরকার হয় ভাগ্য দৌঁড়ে দৌঁড়ে চলে আসে আমাদেরকে সাহায্য করার জন্য।

কীভাবে?

ধরুন , আমরা কোন একটা পরীক্ষায় খারাপ করলাম।

কেন ? ভাগ্যে ছিল না বলে।

আমরা কোন একটা চাকরি পেলাম না। কেন ? কপালে লিখা ছিল না বলে।

আমরা কোন একটা কাজে ব্যর্থ হলাম বা হোঁচট খেলাম। কেন ? ভাগ্যে ছিল না বলে।

সুতরাং আমরা যখনই কোন কাজে একটু হলেও ব্যর্থ হয় বা হোঁচট খাই তখনই আমরা সেই খুব ভালো বন্ধুটাকে ডেকে আনি, আর সেই খুব ভালো বন্ধুটা হল ভাগ্য। আর ভাগ্য দৌঁড়ে আসে আমাদেরকে রক্ষা করার জন্য। আমাদের দোষটা তার নিজের কাঁধে নিয়ে নেওয়ার জন্য এবং আজীবন আমাদের দোষটা কিন্তু আমরা ভাগ্যের উপরেই চাপিয়ে দিয়ে এসেছি। তাই পরবর্তী কোন সময়ে আমরা যদি ভাগ্যের সাহায্য নিই। তাহলে মনে রাখা দরকার -

''দোষটা আসলে ভাগ্যের না দোষটা নিজেদের''


Read More:


Powered by Blogger.